কবি- ফেরদৌস সুলতানা।
“”””””””””””””””””*””””””””””””””””‘
বিলিন তোমারী তফাৎ।
রৌদ্রউজ্জলতায় খরতাপে উতপ্ত মরুময়!
একফোঁটা জলের সরবরের নেই কোথাও বারতা।
তুমি ছিলেনা সেই কোনকালে চলে গেলে বলে,বালিয়াতিে খরাতাপে অনল ধরেছে!
জ্বলজ্বল করে মরুভুমিতে আজ এক মহা অগ্নিমশাল শশ্মান! তোমার জন্য ভালোবাসায় জমানো স্তুুপের লেলিয়ান শিখায় চারিদিকে ধুধু মরুময়!
পূর্ন রবির কিরণে দূর হতে বহুদূরে মরিচিকাময় এক জগৎতের আবির্ভাব দৃষ্টিপটে!
খানখান করে পুড়েঁ ছাইঁহয়ে পড়ে আছে বিমুগ্ধ আত্মা!
কখনো পথভ্রষ্ট হয়ে এইকূলে ফিরে এসো, তবে বুজে নিও তোমার পুজারীর ভালোবাসার দাহরূপ!
চিনতে তোমার কষ্টহবে না বিন্দুপরিমান! তাতে জ্বলজ্বলন্ত হয়ে যাবে ছোট্র অক্ষরে একটি নামের মাংসপিণ্ড!
সবটুকুই পুড়েঁ ছাইভষ্প হবে, রয়ে যাবে একটুকরো সেই
হৃদপিন্জিরায়! তুমি দেখে নিও সেই দিনও তোমার প্রতিক্ষায়
আত্মার হাহাকার!
উৎসর্গেঃঃ ব্যানার্জী বাবুকে।