গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার সকালে পীরগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় টিএমএসএসের মাঠকর্মী(ফিল্ডসুপারভাইজার)গন বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে কিস্তি কালেকশন করছেন।
সে বিষয়ে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের সিংগারোল গ্রামের মধ্যে টিএমএসএস (ঠেঙ্গামরা) সংস্থার ফিল্ডকর্মী তপনন রায়কে কিস্তি নিতে দেখা যায়,করোনাভাইরাসে কারনে সরকারি নির্দেশনায় যে কোন ধরনের গন জমায়েত নিষিদ্ধ ঘোষণা থাকলে আজকে কিস্তি গ্রহণ করেন তপন রায়।
এবিষয়ে তপন রায়কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার কোন কিছু করার নেই সংস্থা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা না করলে কি করবো।আমরা তো হুকুমে গোলাম।