রাসেল মৌলভীবাজার প্রতিনিধি
জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ মুহূর্তে তারা কোন প্রকার পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট ছাড়াই রোগীদের সেবা চালিয়ে যাচ্ছে। এটা কতটুকু যুক্তিযুক্ত!! সদর হাসপাতালের সিনিয়ার ডাক্তার রা পিপিই ড্রেস ঠিকি পেয়েছে কিন্তু ইন্টার্নি যারা করে তারা পায়নি। বার বার আশ্বাস দিয়ে ও তাদের দেওয়া হয়নি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট। তাদের ও জীবন আছে, পরিবার ও প্রিয়জন আছে। তাদের কথা ভাবা উচিত। তাদের দাবি তাদের কে সেল্ফ প্রটেকশন দিলে তারাও তাদের সবটুকু দিয়ে রোগীদের কে সর্বাত্মক সেবা ও সহযোগিতা দিবে। তাই শুনেছি তারা ডিউটি অফ করে দিয়েছে তাদের জীবনের ঝুঁকি আছে বলে। যেখানে আমরা সাধারণ মানুষরা বাইরে বের হচ্ছিনা। দেশের পরিস্থিতি মোটামুটি লক ডাউনের মতো। তাই তাদের প্রতি যেন কোন অবিচার করা না হয় সেদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।