মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে । সোমবার বিকেল ৪ টায় জেলা প্রশাসনের দুই বিজ্ঞ নির্বাহী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা এবং মো. মাসুদুর রহমানের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারের মুদি দোকানদার মোঃ সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা এবং কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের মোঃ শহিদুল খানের খান হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে ১৫ শত টাকা জরিমানা করা হয়। পরে একই স্থানে মের্সাস ফজলু ট্রেডার্স এর মালিক মোঃ ফজলুল হককে ১ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়।
তাদের বিরুদ্ধে ২০০৯ সনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার বিধান মোতাবেক জরিমানা করা হয় । ভারত থেকে আসা মোঃ বাচ্চু মিয়াকে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনায় তাকে দোকান বন্ধ রাখা নির্দেশ প্রদান করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। মানুষকে সচেতনতার সাথে থাকার উপদেশ প্রদান করা হয় এ ভ্রাম্যমাণ আদালতে । পরবর্তীতে এধরণের অপরাধ হলে দ্বিগুণ জরিমানা করা হবে বলে সর্তক করা হয়
এসময় সদর থানা এস আই মোঃ মাসুদ কবির, পেশকার মোঃ জাহাঙ্গীর আলম , মোঃ আতাহার আলী সহ জেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।