জেলা প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রণে ৫টি মনিটরিং টিম দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁওয়ে বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরে ৫টি মনিটরিং টিম ও মোবাইল কোর্ট চলমান আছে।
এরই ধারাবাহিকতায় টিম-৫ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেনের নেতৃত্বে ৩টি অটোমেটিক রাইস মিলের মজুদ,ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাইকরা হয়। যাচাই ও বাছাইয়ের এক পর্যায়ে মিলার গন চালের দাম কেজিপ্রতি ২/৩ টাকা কমিয়েছেন বলে জানান।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন বলেন, জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে এটা সম্ভব হয়েছে।
টিম-৫ এর সদস্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।