সাহিত্য প্রেমিক তরুন লেখক তফিজুল ইসলাম- তিনি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রামে জন্মগ্রহন করেছেন। ইতিমধ্যে বেশ কিছু কবিতার তার নিজ ফেসবুক আইডিতে প্রকাশ হয়েছে,
তিনি গত ১৬ই মার্চ ২০২০ তারিখে এক কবিতা প্রতিযুগিতায় প্রথম স্থানের পুরস্কার পেয়েছে।
গ্রামের এই ছোট সাহিত্যিক তার কবিতা দিয়ে এখন প্রশংশিত তার নিজ এলাকায়, তাকে নিয়ে আশাবাদী তার আত্মীয় এবং এলাকাবাসী।
তফিজুল জানান- তার লিখা আরোও অনেক কবিতা এখনোও প্রকাশ হয় নি।
পথ শিশু
তফিজুল ইসলাম
স্টেশনে স্টেশনে রাস্তার মোড়ে,
পথ শিশু শুয়ে আছে একটি পুটলা সাথে।
কেউবা বসে রয়েছে গভীর মগ্নধ্যানে,
কেউ কেউ বসে আছে দুমোটুর ভাবে।
কেউ আশায় আছে যদি সন্ধান মিলে,
কেউ ভিন্নভাবে মিত্যুমুখী হয়ে।
কেউ অস্রুসজল অন্যের মুখে চেয়ে,
কেউ হাসিমুখে পাগলামি করে।
যে তাকবে মাঠ, কলেজ, বিদ্যালয়ে,
সে আজ রাস্তার মোড়ে মিত্যুকে ডাকে?
যে তাকবে মা বাবার সপ্ন ছায়াতলে,
সে আজ জন্মের পর এতিম হয়ে পরে।
যে শিশু আগামী দিন সূর্য নিয়ে আসবে,
সে আজ পথের ধারে সবার দুয়ারে।
সে কেনো রাস্তার পাওয়া পোষাক নতুনভেবে পড়ে?
ময়লাগুলো নিত্যসঙ্গী আপন মনে করে।
পঁচা আর পান্তা নয় খেয়ে পেঠ ভরে,
সে কেনো ডাস্টবিনকে রান্নাঘর ভাবে।
সে কেনো পথ যাত্রীর সুনজরে না পরে?
যে আজ প্রভাবশালীর কুনজরে জালে।
সে কেনো মশাকে শিল্পী মনে করে,
যার দিকে তাকালে অস্রু মায়া মুখে।
পথ শিশুরা দেশ বা জাতির অমঙ্গল নহে,
পথ শিশু ঘড়ে ঘড়ে মানুষ মানুষের জন্যে।