সিলেট নগরীতে করোনাভাইরাস ঠেকাতে নগরীর মার্কেট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার সিলেটের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মার্কেট বন্ধ রেখে করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে আসা উচিত। করণীয় নির্ধারণে রবিবার সন্ধ্যা পর ব্যবসায়ীরা বৈঠকে বসছেন বলে জানা গেছে।
মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করি সিলেটের ব্যবসায়ীরা জনস্বার্থে তারা মার্কেট বন্ধ রাখবেন। এছাড়া সকল মার্কেট, অফিসসহ বিভিন্ন জায়গায় বসানো লিফট বন্ধ রাখতে তিনি নির্দেশ প্রদান করেছেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের লিফট বন্ধ করে দেয়া হয়েছে বলে মেয়র আরিফ জানিয়েছেন।
এছাড়া মার্কেটের সামনে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশও প্রদান করেন মেয়র। মহামারী করোনাভাইরাস ঠেকাতে মেয়র আরিফ শনিবার রাতে নগরীর দরগাহগেট এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছেন।