শামীম হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি!!
জামালপুরে পৌর এলাকায় ডাকপাড়ায় গবাদি পশু হাট গত ৫ মার্চ উদ্বোধন করা হয়েছে। আর এই হাট এর মাধ্যমে জামালপুরসহ আশপাশের অঞ্চলগুলো সহজেই গবাধি পশু ক্রয় বিক্রয় করার ব্যাপক সাড়া দেখা যায়।
হাট কমিটি সূত্রে জানাযায়,গত ৫ মার্চ বৃহষ্পতিবার বিকেলে শহরের ডাকপাড়া আর্দশ কল্যাণ সংস্থার উদ্যোগে গরু ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন করা হয়। ডাকপাড়া আর্দশ কল্যাণ সংস্থা গরু হাট পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকটে মোহাম্মদ বাকী বিল্লাহ।
উদ্ভোধনের এক মাসের মধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও গবাদি পশু পালনকারীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। তারা এই হাট হওয়ায় হাট পরিচালনা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
হাট পরিচালনা কমিটি জানায়,জামালপুরে একটি মাত্র গবাদি পশুর হাট আছে থাকলেও তা এখন বিলুপ্তের পথে। তাই ব্যবসায়ী ও পশু পালনকারীদের গবাদি পশু ক্রয়-বিক্রয়ের জন্য তাদের ভোগান্তি লাগবে নতুন এই হাট করা হয়েছে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই হাট বসে।