বিএসএফের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি
December 25, 2017
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, প্রচ্ছদ, সারা বাংলা
78 Views
রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার গভীর রাতে সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লে তাদের আটক করা হয়।
সোমবার সকালে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ আজ সকালে তিন বিএসএফ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে কুয়াশার মধ্যে ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিল। এরা সবাই ভারতের মুর্শিদাবাদ সীমান্তের হাড়ুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য। ইতোমধ্যে বিএসএফের ৮৪ ব্যাটালিয়ানের কমান্ডারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বিজিবি-১-এর অধিনায়ক আরও জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এবং পদ্মা নদীতে সীমান্ত পিলার বিলীন হয়ে যাওয়ায় রাতের আঁধারে ভুল করে তিন বিএসএফ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।