সুজন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলা সেজেছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর সাজে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ ই মার্চ তারিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। পিতা শেখ লুৎফর রহমান মা সাহেরা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছিল সেদিনের সেই ছোট্ট খোকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাটি হাটি পা পা করে ছোট্ট খোকাটি একদিন হয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা সর্বোপরি বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। গোপালগঞ্জের বাঙালি জাতির শ্রেষ্ঠ মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা পরিষদ চত্বর ,পৌর ভবন, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়, তানোর থানা, বিভিন্ন সরকারি বেসরকারী স্কুল এবং কলেজ সহ সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান আলোক বর্তিকার লাল নীল সবুজ হলুদ বেগুনি নানা রঙের মরিচা বাতি লাগিয়ে বঙ্গবন্ধুর সাজে সাজানো হয়েছে। রাজশাহীর তানোর সহ সর্বত্র চলছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নানা প্রস্তুতি মূলক অনুষ্ঠানের আলোচনা। রাত পোহালেই ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবার্ষিকী পালনে প্রস্তুত রাজশাহীর তানোর বাসী । তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে এরই মধ্যেই প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে। তানোর উপজেলা তথা রাজশাহী জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে দেশ বাসীসহ সারা বিশ্বের বিশ্ব বাসীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি।