ইমন রহমান স্টাফ রিপোর্টার ঃনিজে সচেতন হই অন্যকে সচেতন করতে হবে, করোনাকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাই পরিস্কার পরিছন্ন থাকতে হবে সকলকে।
আজ সকালে নেত্রকোনা এল জি ই ডি অফিসের সামনের গেইটে এল জি ইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এর এই উদ্যোগে কল, ভেসিন, সাবান ও তয়লার ব্যবস্হা করেন, অফিস সহ আগতো ঠিকাদার গন সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন।
এল জি ইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য যদি একটুও উপকার হয় তাতেই আমি ধন্য।
সবাই যদি যারযার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলকে পরিস্কার পরিছন্ন রাখে এবং আল্লাহর অশেষ রহমত নাযিল হয় তাহলেই এই করোনা ভাইরাস থেকে এই বিশ্ববাসী রক্ষা পাবে।
