ফয়সাল মাহমুদ:-লক্ষ্মীপুরে প্রতিনিধিঃ
১৫ই মার্চ রোজ রবিবার সকাল ১০টায় বন্ধু সংঘের উদ্যোগে, করোনা ভাইরাস নিয়ে দালাল বাজার লিফলেট বিতরণ করা হয়। বন্ধু সংঘ’র কেন্দ্রীয় সভাপতি গল্পকার মোঃ সাইফুল ইসলাম’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। তিনি বলেন: জন্ম, মৃত্যু, বিয়ে পূর্ব নির্ধারিত, সৃষ্টিকর্থার ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সুতরাং ভয় নয়, সতর্ক হোন। উপস্থিত ছিলেন- বেড়ীর মাথা ইসলামী সমাজ কল্যাণ এর সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসাইন। তিনি বলেন: আসুন ধর্ম,বর্ণ, ভেদাভেদ ভুলে একযোগে করোনা ভাইরাস’র প্রতিকার করি। উপস্থিত ছিলেন- মাহমুদুল হাসান রুবেল। উপস্থিত ছিলেন বন্ধু সংঘ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল: শাহাদাত,নাঈম, মেহেরাজ,আনিকা, ইতি, নুহা,শুভ পাটওয়ারী প্রমুখ। বন্ধু সংঘ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়সাল বিন মাহমুদ বলেন: মানুষের শরীরে ব্যাধি বাসা বাঁধে তখন, যখন আমরা অসচেতন থাকি। আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি।