ইমরান হোসেন মিলন,যশোর ব্যুরো চীফঃ যশোরের কুয়াদা বাজার পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার স্থানীয় মুন হসপিটালে ( প্রাঃ লিঃ) উপদেষ্টা আব্দুল হাই ও মনিরুজ্জামান বাবলু’র উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সভাপতি আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক জি এম মিজানুর রহমানকে নির্বাচন করে আগামি তিন বছরের জন্য ৮১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন,সহ-সভাপতি অরুণ চক্রবর্তী ও আয়ুব আলী। সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও মামুনুজ্জামান সাগর। সাংগঠনিক সম্পাদক বিপ্লব বসু বাচ্চু। কোষাধ্যক্ষ শিব পদ দাস, প্রচার সম্পাদক রেজওয়ান হোসেন। সদস্য মামুন হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন,বাবর আলী, গাজী সাঈদ প্রমুখ।
