ফয়সাল মাহমুদ :-লক্ষ্মীপুর”
২০১৬ সালে দেশ এবং দশের জন্য কাজ করার প্রত্যয়ে ৪টি কার্যক্রম নিয়ে বন্ধু সংঘ প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে উক্ত সংঘে ব্যস্থাপনা পরিচালক হিসেবে
আছেন- ফয়সাল বীন মাহমুদ।(সাবেক যুব-প্রধান রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর)
১২ই মার্চ সকাল ১০টাই দালাল বাজার জমিদার
বাড়িতে বন্ধু সংঘের মাসিক সভায় কেন্দ্রীয় সভাপতি কবি ও গল্পকার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: বন্ধু সংঘ’র উপদেষ্টা হোসেন আহম্মদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: বন্ধু সংঘ’র উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ। উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন। উপস্থিত ছিলেন দায়িত্বশীল: নাঈম, মুজাহিদ,কানন,পাবেল,তানভীর,শাহাদাত,হাসমি,শাহানা, তানজিনা,হিরামনি হিরা, সজিব সহ বিভিন্ন শাখা,উপশাখার দায়িত্বশীল ও সদস্যগন।
প্রধান মেহমান- হোসেন আহম্মেদ বলেন: আমি
বন্ধু সংঘের সাথে আছি,শারিরিক,মানসিক এবং
আর্থিকভাবে সংঘকে সহযোগীতা করব। এবং
বন্ধু সংঘের জন্য কিছু অনুদান দিয়ে পাশে থাকার
আশ্বাস দিয়েছেন। বিশেষ অতিথি মাসুদুর রহমান
মাসুদ উক্ত সংঘের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম বলেন: আমরা
যুবক,আমাদের শরীরে পর্যাপ্ত শক্তি এবং মেধা রয়েছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দশের জন্য কাজ করতে পারি। তাহলে দেশ অচিরেই পরিবর্তিত হবে। সমাজ থেকে মাদক,জুয়া
নিপাত যাবে।
আসুন দল,মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দশের জন্য কাজ করি।