ভ্রমণ হোক দেশ প্রেমের হাতিয়ার এই শ্লোগানে সবুজ বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পায়রার চর আনন্দ ভ্রমণ করেন।
পটুয়াখালী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় সকল সদস্য এই ভ্রমণ আয়োজন করে।
আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, সভাপতি
শাহরিয়ার ইসলাম আকাশ
সাধারণ সম্পাদক সজিব আহমেদ, আরিফ হাসিব,আল-আমীন রাফ,সুজিয়া আক্তার মিতু,জান্নাতুল ফেরদৌস সুমা,মোঃজাহিদ হাওলাদার, ইমরান মিরা,আয়শা সিদ্দিকা,রামিমা জান্নাত কান্তা
জান্নাতুল তানহা,মাহিয়া মনি প্রমূখ।
সবুজ বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি শাহরিয়ার ইসলাম আকাশ বলেন,সদস্যদের মাঝে দেশপ্রেম এবং সম্পর্কের উন্নয়ন করতে আমাদের এই ভ্রমণ আয়োজন।