এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নদী রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ মার্চ উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড.মজিবুর রহমান হাওলাদার।উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান,উপজেলা সহকারী(ভূমি) কর্মকর্তা তরিকুল ইসলাম,অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
সভায় নদী দখল করে ব্যাক্তি মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ,মাছের ফিসারী,বিভিন্ন ইন্ডাষ্টির বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ রোধ,চলমান ড্রেজিং যেন নামমাত্র নাহয় তার জন্য ব্যাবস্থা নিয়ে সরকারের অর্থ অপচয় রোধ করা,নদীর যৌবন ফিরিয়ে আনতে নদী খননের দাবী জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।