ঘোষণা দিয়ে ছাত্রী হত্যাকারী সেই ইয়াহিয়া গ্রেফতার
December 21, 2017
অপরাধ, আইন ও আদালত, ক্যারিয়ার, জাতীয়, নারী ও শিশু, প্রচ্ছদ, সারা বাংলা
92 Views
সুনামগঞ্জের দিরাইয়ে ঘরে ঢুকে ছুরিকাঘাতে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে (১৬) হত্যার ঘটনায় বখাটে ইয়াহিয়া সরদারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সিলেট শহরের জালালাবাদ থানার মাসুকা বাজার এলাকার দরসা গ্রামের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন খুনি ইয়াহিয়া। বুধবার রাত একটায় সেখানে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হুমায়রাকে হত্যা করেন ইয়াহিয়া। ১৬ ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় ঘরে ঢুকে হুমায়রাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। ঘটনার দুই দিন আগে তিনি ওই বাসায় গিয়ে নিজের হাত কেটে রক্ত দেখান এবং তাঁর প্রস্তাবে রাজি হওয়ার জন্য
বলেন। এ সময় মেয়েটি এই প্রস্তাবে সারা না দিলে ইয়াহিয়া নিজে মরবেন এবং মেয়েটিকেও মারবেন বলে হুমকি দেন।
ঘটনার একদিন পর দিরাই থানায় মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় উপজেলার সাকিতপুর গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে মো. ইয়াহিয়া সরদার ও দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকার বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে দিরাই ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র তানভীর আহমদকে (২২) আসামি করা হয়। ওই দিন বিকেলেই পুলিশ ইয়াহিয়ার বন্ধু তানভীরকে গ্রেফতার করে।