সুজন রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী তানোর উপজেলায় এক সময় সাধারণ ও দুর দুরান্ত থেকে আসা মানুষের নানামুখি সমস্যায় পড়তে হতো। প্রশাসন কর্তৃক বিভিন্ন অনিয়মে দিন দিন যেন আতংকের লাভা ভাসতো এলাকাসহ তানোর উপজেলাতে আসা মানুষের মাধ্যে। যার কারনে নানামুখি বিতর্ক ঘিরে ছিল তানোর থানা পুলিশের প্রতি সাধারণ মানুষের। গল্প নয় এটাই সত্য যে, তানোর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান তানোর থানার দায়িত্ব বুঝে নেওয়ার পর জনতার প্রতি আলাদা ভালোবাসা স্থাপন গড়ে পাল্টে দিয়েছেন এলাকার পূর্বের হালচিত্র। ধীরে ধীরে এই কয়েক মাসের মধ্যে তানোর উপজেলার গ্ৰামে ও এলাকায় ছড়িয়ে পড়েছে তার সুনাম। তার ছোয়াও লেগেছে তানোর থানার দায়িত্বে থাকা তার অধিনস্থ সকল অফিসারদের মাঝেও। হয়তো এই জন্যই বলে- সৎ সাহস আর সততা যেখানে অবস্থান করে সেখানে মানুষের শ্রদ্ধার গতি বাড়ে। তার বাস্তব রুপ দিলেন তানোর থানার ওসি রাকিবুল হাসান।
যেখানে এক সময় তিনি তানোর থানায় যোগদানের পর যেমন তানোর থানাধীন স্বস্তির নিঃশ্বাস বইছে ঠিক তেমনি পুলিশের প্রতি জনতার আস্তা ফিরে এসেছে শতভাগ। তিনি বলেন, শুধু তানোর থানা নয় প্রতিটি পুলিশই জনগনের সেবক। তাদের যে কোন সমস্যায় আমরা তাদের পাশে আছি। থানায় জিডি, অভিযোগ ও মামলা করতে কোন টাকা লাগেনা। সেক্ষেত্রে আপনারা কাউকে টাকা দিয়ে দুর্নিতীর সুযোগ দিবেন না। এছাড়াও থানায় সেবা নিতে আসা মানুষ অনুমতি ছাড়াই সরাসরি ওসি’র সাথে সাক্ষাৎ ও তার সমস্যার কথা বলতে পারেন সে কার্যক্রমও তিনি চালু করেন। সেই সাথে জনসাধারণ যাতে নির্ভয়ে ও ন্যায় বিচার পাওয়ার বিশ্বাষ খুঁজে পাই তার জন্য মিষ্টিভাষী কথা গুলো শুনে মানুষের মন ভরে যায়। এবং তানোর থানার সকল পুলিশ সদস্যকে তিনি মানুষের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সর্বদা সজাগ থাকতেও নির্দেশ দেন। সেই সাথে সকলের সহযোগীতা আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকার আহবানও জানান তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।