হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের পার্শ্বে অবস্থিত মোঃ ফয়সাল আহমেদের মোটরসাইকেল ওয়ার্কশপে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনে পুড়ে অনুমানিক ৩ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ২ মার্চ সোমবার বিকাল ৪ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে পাওয়া, ওই সময়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্হানীয় লোকজন এবং শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এব্যাপারে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের (পরিদর্শক) মোঃ আরিফ সত্যতা স্বীকার করে জানান, ফয়সাল আহমেদর ওয়ার্কশপে ২টি পালসার ও ওয়ার্কশপের মালামাল ছিল এগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অনুমানিক আমরা ধারনা করছি ৩লক্ষাদিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
