শাহাবুদ্দীন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে আজ সোমবার(২মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে।
এবার দিবসটির প্রতিপাদ্য হল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সকাল সাড়ে ১০টার দিকে দিবসটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এ উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক, জনপ্রতিনিধিসসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।