তৌহিদুল ইসলাম তুহিন
মেহেরপুর প্রতিনিধি
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতিয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, সদর উপ জেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভযাত্রায় অংশ নেয়।