মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি খামার থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাইটাহারি এলাকায় ঘটে এ গরু চুরির ঘটনা।
গরু খামারি আব্দুল করিম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুর খামারের সঙ্গে একটা রুমে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাত ৩ টায় উঠে দেখেন তার খামারে থাকা আটটি গরুর একটিও নেই।
পরে চিৎকারে তার ভাই আব্দুল গাফফার ঘুম থেকে উঠে দেখে তার খামারেরও তিনটি গরুও নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সুরাহা পাননি তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গরু চুরির ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।