ইমন রহমান, স্টাফ রিপোর্টার ঃনেত্রকোণায় নির্ঝন বাড়িতে ঘরের দরজ্বা ও ভেন্টিলেটর ভেঙ্গে ফেলেছে দুস্কৃতিকারীরা। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রাইদুম রুহী গ্রামের ব্যবসায়ী তরিকুল আলম জামালের বাড়িতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। ঐ রাতে বাড়ির মালিক ঘরে ছিলেন না। নির্ঝন বাড়ি পেয়ে দুস্কৃতিকারীরা অসৎ উদ্দেশ্যে তার একটি হাফবিল্ডিং ঘরের দরজ্বা ও ভেন্টিলেটর ভেঙ্গে ফেলে। শনিবার দুপরে বাড়ির মালিক তরিকুল আলম জামাল নেত্রকোণা থেকে রাইদুম রুহী গ্রামের বাড়িতে যান। তখন তার ঘরের এই অবস্থা দেখতে পান। পরে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
বাড়ির মালিক জামাল সাংবাদিকদের জানান যে, তার ঘরের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনি এ ব্যাপারে শঙ্কিত।
ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোণা সদর থানা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারেক বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য কয়েকজন দুস্কৃতিকারী এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
এলাকায় অনেকের সাথে কথা বলে জানাযায় চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটছে, প্রশাসনের কাছে সকলে জোরদাবি জানান চোরের উপদ্রব থেকে এলাকে বাচিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার।