সংবাদদাতাঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার কদম-দেউলী গ্রামের ফজলুল হকের মেয়ে উম্মে হাবিবা হক মুন (১৮) দীর্ঘদিন ধরে হৃদরোগের সাথে লড়াই করছে। তার জরুরী অপারেশন প্রয়োজন। জীবনের এই শংকটময় অবস্থায়ও সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তার আশা- সুস্থ হবে, লিখা-পড়া করে বড় হবে। তারপর শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়াবে। কিন্তু তার পিতার যে সঙ্গতী নেই। পিতা ফজলুল হক বলেন, স্ত্রী আর দুই মেয়ে নিয়ে সংসার। বড় মেয়ে এই উম্মে হাবিবা হক মুন। জন্মের দেড় মাসের মাথায় জানতে পারি যে মুনের হার্ট উল্টো। চিকিৎসকরা বলেন, ঔষধ সেবনের মাধ্যমেই সে সুস্থ হয়ে উঠবে। জমা-জমি যা কিছু ছিল, মেয়ের চিকিৎসার জন্য সবই বিক্রয় করেছি। মেয়ে সুস্থ হয় নাই। সম্প্রতি বরং তার হার্টে ছিদ্র ও বøক ধরা পড়েছে। এখন চিকিৎসকরা বলছেন, মেয়ের জরুরী অপারেশন প্রয়োজন। তাকে ভারত নিয়ে যান। ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ হবে। কী ভাবে টাকা যোগাড় হবে। মেয়েকে বুঝি আর বাঁচানো যাবে না!
মুনের পিতা ফজলুল হক স্বল্প বেতনে একটি এনজিওতে চাকুরি করে টেনেটুনে সংসার চালান। কিন্তু তবুও মেয়েকে বাঁচানোর জন্য তার অশেষ আকুতি। এ জন্য তিনি সকল দয়ালু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আবেদন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
মোঃ ফজলুল হক,
হিসাব নম্বরঃ ১৪৮.১৫১.১২৬৭৯৭
ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, রিংরোড শাখা, ঢাকা।
মোবাইল /বিকাশ নম্বরঃ ০১৭২১৪১৪১১৯