আহসান হাবীব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে নতুন একটি বাস যুক্ত হওয়ার পর এক মাস অতিবাহিত হয়ে গেলেও উদ্বোধন হয়নি এখনো। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ।
গত ২৬ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় পরিবহণ সংকট, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী বাস না দেওয়া, প্রকট হারে আবাসন সংকট, মসজিদ-মন্দিরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূলফটকে তালা ঝুলিয়ে দিয়ে দিনব্যাপী আন্দোলন করে শিক্ষার্থীরা। একপর্যায়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করা হয়।
এরপর ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম সংযুক্ত নতুন একটি বাস ক্যাম্পাসে নিয়ে আসা হয়৷ আন্দোলনের দফাগুলোতে নতুন ৫টি বাস চাওয়া হলেও এই একমাত্র বাসটি পেয়েও অত্যন্ত আনন্দ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে ৩রা ফেব্রুয়ারি (সোমবার) উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরিবহন প্রশাসকের হাতে নতুন বাসের চাবি হস্তান্তর করেন।
কিন্তু চাবি হস্তান্তরের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো রাস্তায় নামেনি বাসটি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ‘বাস আসার পরেও কেন চালু হচ্ছেনা এ নিয়ে আমরা ভীষণ ক্ষুব্ধ। যেহেতু ৩রা ফেব্রুয়ারিতেই চাবি হস্তান্তর করা হয়েছে সুতরাং পরদিন থেকেই বাস চলাচল শুরু করা যায়। সংশ্লিষ্ট কতৃপক্ষের তাদের দায়িত্ব পালনে এ ধরণের গাফিলতি কখনোই মেনে নেয়া যায়না।’
এ বিষয়ে পরিবহণ প্রশাসক রাশেদ সুখন বলেন, বাসগুলো যে পরিমাণ যাত্রী বহনে সক্ষম সবসময়ই দেখা যায় এর চেয়ে অনেক বেশি যাত্রী উঠে যায়৷ এই অতিরিক্ত ভার বহন করতে বাসগুলোকে সক্ষম করে তোলার জন্য একটু অতিরিক্ত সময় লাগছে। অতি শীঘ্রই বাস চালু হবে।